ইন্টারপোলের তালিকায় ৮১ বাংলাদেশির নাম

নানা অপরাধে অভিযুক্ত ৮১ পলাতক বাংলাদেশির নাম ইন্টারপোলের তালিকায়। তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া আটকে আছে নানা জটিলতায়। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে পুলিশ। বিশ্লেষকেরা বলছেন, সংশ্লিষ্ট দেশের আইনের বাধা বা প্রত্যর্পণ চুক্তি না থাকার পরও সম্পর্কের ভিত্তিতেই অনেককে ফেরানো সম্ভব।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীর নাম ইন্টারপোলের রেড নোটিশে কয়েক বছর ধরে। নূর চৌধুরী বর্তমানে কানাডায়, রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি মাওলানা তাইজউদ্দিন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীসহ ৮১ বাংলাদেশির নাম সংস্থাটির ওয়েবসাইটে।

পুলিশ বলছে, ইন্টারপোলের রেড নোটিশে থাকার পরও এসব আসামিকে দেশে ফেরত আনার প্রক্রিয়া আটকে আছে নানা জটিলতায়। এজন্য উদ্যোগী হতে হবে পররাষ্ট্রমন্ত্রণালয়কে।

[youtube https://www.youtube.com/watch?v=Kyh1pDjso7o]

বিশ্লেষকেরা বলছেন, আসামিদের ফেরতে একটি বড় বাধা সংশ্লিষ্ট দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি না থাকা বা সে দেশের আইন। তবে এরপরও কিছু ক্ষেত্রে আসামি প্রত্যর্পণের বিষয়টি নির্ভর করে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর।

অভিযোগ রয়েছে দেশের বাইরে থেকেও বিভিন্ন চক্রান্তে লিপ্ত অপরাধীরা। তাদের দেশে ফেরানোর বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় জরুরি বলে মনে করছেন বিশ্লেষকেরা।