বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও কারাগারে নেয়া হয়েছে।
আজ শনিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে তাকে আবারও কারাগারে নেয়া হয়।
হাসপাতালে বেগম জিয়ার রক্ত পরীক্ষা ও এক্স-রে করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ সদস্যের মেডিকেল বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে গত ১ এপ্রিল বেগম জিয়ার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের অধ্যাপক মো. শামসুজ্জামান শাহীনের নেতৃত্বে ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।
ওই দিনই বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে মেডিকেল বোর্ড। এর দুইদিন পর বেগম জিয়ার এক্সরে ও রক্ত পরীক্ষার সুপারিশসহ চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে মেডিকেল বোর্ড।