সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। আগামী ১৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত অবকাশকালীন সময়ে হাইকোর্ট বিভাগের জরুরী বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য ১১টি বেঞ্চ গঠন করা হয়েছে।
আজ সোমবার (৯ এপ্রিল) হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার আক্তারুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোর্টের অবকাশকালীন সময়ে হাইকোর্ট বিভাগের জরুরী বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী অবকাশকালীন সময়ে হাইকোর্ট বিভাগের জরুরী বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য ১১টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে ৫টি একক, ৪টি দ্বৈত এবং ২টি বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়েছে।