সাপ্তাহিক ও বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের কারণে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ রয়েছে।
আজ রোববার (১৫ এপ্রিল) থেকে অবকাশ শুরু হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত শুনানি ও নিস্পত্তির জন্য থাকছে অবকাশকালীন বেঞ্চ।
অবকাশকালীন সময়ে হাইকোর্ট বিভাগের জরুরী বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য ১১টি বেঞ্চ গঠন করা হয়েছে। এছাড়া আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য চেম্বার জজ হিসেবে বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
অবকাশকালীন সময়ে হাইকোর্ট বিভাগের জরুরী বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য গঠিত ১১ বেঞ্চের মধ্যে ৫টি একক, ৪টি দ্বৈত এবং ২টি বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়েছে।
একইসঙ্গে সুপ্রিম কোর্টের অবকাশে আপিল বিভাগে চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার। বিচারপতি মির্জা হোসেইন হায়দার আগামী ১৮, ২৪ ও ৩০ এপ্রিল সকাল ১১টা থেকে চেম্বার কোর্টে শুনানী গ্রহণ করবেন।
অবকাশ শেষে আগামী ৫ মে (রোববার) থেকে যথারীতি খুলবে সুপ্রিম কোর্ট। ঐদিন থেকে ফের নিয়মিত বিচার কার্যক্রম শুরু হবে।