শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতিক, জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। দুদকের উপ-পরিচালক কেএম মিছবাহ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
এর আগে গত ৫ এপ্রিল দুদক থেকে পাঠানো চিঠিতে ১৭ এপ্রিল তাকে হাজির হতে বলা হয়। দুদকের উপ-পরিচালক কেএম মিছবাহ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে তলব করা হয়।
হুইপ আতিকের বিরুদ্ধে অভিযোগের বিবরণীতে বলা হয়েছে, বিলাসবহুল বাড়ি কেনা, গ্রামের বাড়ি কামারিয়ায় ৩০ একরের বাগানবাড়ি, ঢাকার বসুন্ধরা ও বনশ্রীতে দু’টি প্লট, ধানমন্ডি ও গুলশানে দু’টি ফ্ল্যাট, নামে-বেনামে শতকোটি টাকার সম্পদ অর্জন, নিয়োগ বাণিজ্য, টিআর, কাবিখা ও স্কুল-কলেজের এমপিও থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াসহ তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।