দুর্নীতির দায়ে ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তাকে ৬৮ বছর ও দুজনকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঋণ জালিয়াতির পৃথক ৪ মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তাসহ ৭ জনকে এ দণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ এপ্রিল) ঢাকার ৫ নং বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।
এরা হলেন, শাহ মো. হারুণ, আবুল কাশেম মাহমুদুল্লাহ, মাহমুদ হোসেন, কামরুল ইসলাম, ফজলুর রহমান। এর মধ্যে একটি মামলায় ১৭ বছর ও অন্য মামলায় ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়াও মেসার্স আফজ উদ্দিন ট্রেডার্সের মালিক মো. সালাহ উদ্দিন ও মেসার্স নূর অ্যান্ড সন্সের মালিক তরিকুল ইসলামকে ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০০৬ সালের ২৯ ডিসেম্বর দুদকের পরিচালক আবদুল লতিফ বাদী হয়ে মতিঝিল থানায় এ মামলাগুলো দায়ের করেন। মামলার আসামিরা সবাই ওরিয়েন্টাল ব্যাংক মতিঝিল শাখার কর্মকর্তা।