নাটোরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশ কনস্টেবল পদে চাকরি নেয়ার অভিযোগে সনদ তৈরিতে সহায়তাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।
আজ মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার হরিশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নাটোর সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই আকিব হোসেন জানান, সম্প্রতি নাটোরে পুলিশ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সদর উপজেলার লালমনিপুর গ্রামের ফরজ মণ্ডলের ছেলে রবিন মণ্ডল ও বড়াইগ্রাম উপজেলার পারবাগডোব গ্রামের সাইদুল জোয়ারদারের ছেলে এমরান হোসেন ভুয়া মুক্তিযোদ্ধা সনদে কনস্টেবল পদে চাকরি পায়। কিন্তু তাদের সরবরাহ করা সনদ পরীক্ষা-নিরীক্ষা করার সময় জাল বলে শনাক্ত হলে ওই দুই যুবকের বিরুদ্ধে মামলা করা হয়।