গাজীপুর সিটি নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবেন বিএনপি প্রার্থী

 

গাজীপুর সিটি নির্বাচনের ওপরে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করতে চান বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার।

আজ সোমবার (৭ মে) সকালে তার পক্ষের আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী জানান, হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদনের অনুমতির জন্য আজ চেম্বার আদালতে আবেদন করা হবে। আদালত অনুমতি দিলে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন করবেন হাসান উদ্দিন সরকার।

এর আগে, গতকাল রোববার (৬ মে) গাসিক নির্বাচন স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট।

সিটি করপোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে অন্তর্ভুক্ত করার বৈধতা নিয়ে করা একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে গাজীপুর সিটি করপোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে অন্তর্ভুক্ত করা বেআইনি হবে না- তা চার সপ্তাহের মধ্যে জানতে চেয়েছেন হাইকোর্ট।

আদালতে রিট আবেদনটি করেন সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ।