চিটাগং ল’ইয়ার্স এন্ড ল’স্টুডেন্টস সোসাইটি কেন্দ্র্রীয় কমিটি’র উদ্যোগে ‘ওয়ার্কশপ অন ল ক্যারিয়ার’ বিষয়ক কর্মশালা চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী’র মিলনায়তনে ১৩ মে রবিবার অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের নয়টি বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম আইন কলেজ ও ল টেম্পল মিলিয়ে প্রায় ২৫০ জনের অধিক আইনের সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
চিটাগং ল’ইয়ার্স এন্ড ল’স্টুডেন্টস সোসাইটি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট রিজওয়ান মাহমুদ মির্জা’র সভাপতিত্বে ও সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়ন্ত তালুকদারের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব পল্টন দাশ।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা সত্যজিৎ চক্রবর্তী আইনের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যারা আইনের ছাত্র-ছাত্রী, আপনারা অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের থেকে অনেক বেশি এগিয়ে। অন্যান্য বিষয়ে যারা পড়ালেখা করেন তাদের জন্য শুধু বিসিএস আছে। আর আপনাদের জন্য দুটো পথ খোলা আছে। বিসিএস এবং বিজেএস। এছাড়া আরোও অনেক সুবিধাতো আছেই।
প্যানেল স্পিকার হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ। বক্তব্যে তিনি ইতিহাস সাক্ষ্য দেয় যে, পৃথিবীতে যত মহৎ ব্যক্তিত্ব আছেন সবই আইনের শিক্ষার্থী যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, নেলসন মেন্ডেলা সহ আরোও অনেকেই। আইনের শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ত্যাগী ও মহৎ।
অনুষ্ঠানের মুখ্য আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ডীন এবং চেয়ারম্যান প্রফেসর এ বি এম আবু নোমান বলেন, আইনের ছাত্র-ছাত্রীদের পথ সবচেয়ে বেশি বিস্তৃত। টেকনিক্যাল দিক গুলো ছাড়া যে কোন দিকেই তার ক্যারিয়ার গঠন করতে পারে আইন পড়ে। আইনের ছাত্রদের কখনো বেকার থাকতে হয়না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও শাখা কমিটি সমূহের নেতৃবৃন্দ যথাক্রমে এড. অমল চৌধুরী, এড. মিথুন ঘোষ, এড. মুজাহিদুল ইসলাম, রাশেদ পারভেজ, নোবেল দে টিটুল, সাইফুল ইসলাম, আখতার হোসাইন, মেজবাহ উদ্দিন মাসুম, মোশারফ সোহেল, ফাহিমা শারমিন, হাসনাত হায়দার ইহাদ, নোমান বিন খুরশিদ, মুহায়মিন চৌধুরী, বাপ্পু কুমার দে, সুপন দেবনাথ, আবুল হাসনাত চৌধুরী, সাইফুল আলম সানজিদ প্রমুখ।