নড়াইল জেলা কারাগার

কারাগারে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির আত্মহত্যা

 

নড়াইল জেলা কারাগারে আবদুল করিম (২৬) নামের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৬ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

করিম লোহাগড়া উপজেলার কোলা গ্রামের সরোয়ার হোসেনের ছেলে।

জেল সুপার মজিবুর রহমান মজুমদার জানান, গতকাল আবদুল করিম কারাগারের ভেতরে কলাপসিবল গেটে শার্ট পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অন্য আসামিরা দেখে কারা কর্তৃপক্ষকে খবর দিলে তাঁকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

জেল সুপার আরো জানান, করিম কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিলেন। কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন সময় অন্য আসামিদের সঙ্গে ঝামেলা সৃষ্টি করতেন। তাঁকে কয়েকবার চিকিৎসাও দেওয়া হয়েছে।

হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত করিম ২০১৫ সালের ২৬ ডিসেম্বর থেকে কারাগারে আছেন। তাঁর নামে নড়াইলের নড়াগাতি ও গোপালগঞ্জ থানায় দুটি হত্যা মামলা রয়েছে। ময়নাতদন্ত শেষে করিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জেল সুপার।

নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক আফতাব উদ্দিন জানান, আবদুল করিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।