ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে মাদক বিক্রির অভিযোগে শতাধিক লোককে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
আজ শনিবার (২৬ মে) দুপুর পৌনে ১২টা থেকে ক্যাম্পটি ঘিরে এ অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাবের–৬–এর সদস্যরা এ অভিযানে অংশ নিচ্ছেন। সকাল থেকে বিপুলসংখ্যক র্যাব সদস্য পুরো জেনেভা ক্যাম্প ঘিরে ফেলেন। অভিযানে কোনো বাধার সম্মুখীন হননি তাঁরা। র্যাবের বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেটও সেখানে রয়েছেন।
র্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম গণমাধ্যমকে বলেন, অভিযানে আটক করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। যাচাই–বাছাইয়ের পর যাদের বিষয়ে মাদক ব্যবসার সত্যতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত র্যাবের এই অভিযান চলছিল।