গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান মিজানসহ চার নেতার বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (২৭ জুন) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাজাহারুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।
আসামিদের মধ্যে মিজানুর রহমানকে দুইদিন, শফিকুল ইসলাম ও মো. জিন্নাত আলী এবং আসাদ আলীকে একদিন করে রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জুনায়েদ হোসেন নামে এক নেতার রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে আদালতে হাজির করে আসামিদের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করেন নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (এসআই) আরমান আলী। কিন্তু শুনানি শেষে আদালত একজনের রিমান্ড নামঞ্জুর করে বাকিদের বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দেন।
মামলার এজহারে অভিযোগ করা হয়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীক সম্বলিত নির্বাচনী কার্ড ব্যবহার করে আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিয়ে তা ভিডিও ধারণ করেছেন অভিযুক্তরা। কিন্তু তারা কেউ আওয়ামী লীগের লোক নয়। নির্বাচনে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে তারা এ কাজ করেছেন।