রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ১৮ বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বঙ্গভবনের দরবার হলে গতকাল মঙ্গলবার (২৬ জুন) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিচারপতিরা।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন বিচারপতিদের নিয়োগের ফলে দেশের বিচার বিভাগের কার্যক্রম গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। নবনিযুক্ত বিচারপতিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বিচার বিভাগ ন্যায়বিচার প্রার্থীদের শেষ আশ্রয়স্থল।
এ সময় রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে এই ১৮ জনকে নিয়োগ দেন।
গত ৩০ মে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগদানের পর গত ৩১ মে সুপ্রিম কোর্টের জাজেস’ লাউঞ্জে প্রধান বিচাপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথবাক্য পাঠ করান।
রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এ ১৮ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এর ফলে হাইকোর্টের বিচারপতির সংখ্যা ৯৮ জনে দাঁড়িয়েছে।
১৮ নতুন অতিরিক্ত বিচারপতি হলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সদস্য মো. আবু আহমেদ জমাদার (সাবেক জেলা জজ), আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, (জেলা জজ, পি.আর.এল ভোগরত), নরসিংদী জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান, ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আব্দুল মবিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত ও শশাংক শেখর সরকার, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ সোহেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান, ও সুপ্রিমকোর্টের আইনজীবী ড. কে এম হাফিজুল আলম।