নেশার ঘোরে মানুষ কত কিছুই না করে। কেউ আবলতাবল বকেন, আর কেউবা করে বসেন ভয়ানক নানা কাণ্ড। তেমনই এক কাণ্ড করেছেন ভারতের মধ্যপ্রদেশের এক পুলিশ সদস্য। নেশার ঘোরে আদালতে গিয়ে বসে পড়েন জেলা বিচারকের চেয়ারে। সেইসঙ্গে পকেট থেকে মোবাইল বের করে তুলে ফেলেন একটি সেলফিও। এর জেরেই তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, মধ্যপ্রদেশের উমেরিয়ায় পুলিশের ট্রেনিং করতে এসেছিলেন রামঅবতার রাওয়াত নামে এক কনস্টেবল। গতকাল সোমবার পেটে দু’পাত্র তরল পড়তেই অতিসাহসী হয়ে গিয়েছিলেন তিনি। সে সময় আদালত চত্বরে ঘোরাঘুরি করতে করতেই করে ফেলেন এক কাণ্ড।
উমেরিয়া জেলা আদালতে ঢুকে হুলস্থুল কাণ্ড বাধিয়ে দেন ওই কনস্টেবল। নেশার ঘোরে ফাঁকা পেয়ে সোজা গিয়ে বসে পড়েন জেলা বিচারকের চেয়ারে। পকেট থেকে মোবাইল বের করে একটি সেলফিও তুলে ফেলেন।
আর গোটা ঘটনাটি দেখে ফেলেন আদালতের পিয়ন। পরে রামআবতারকে পাকড়াও করে গোটা বিষয়টি আদালতের অধিকারিকদের জানান তিনি। তার পরেই বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগে রামঅবতারকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, আদালত কক্ষ ফাঁকা পেয়ে ভেতরে ঢুকে পড়েন রামঅবতার। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
এদিকে প্রথমে গ্রেপ্তার হলেও পরে ওই মত্ত কনস্টেবল জামিন পেয়েছেন বলে খবরে বলা হয়েছে।