দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
শুক্রবার পাকিস্তানের জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি) আদালত এ রায় ঘোষণা করে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, আদালত নওয়াজের পাশাপাশি তার মেয়ে মরিয়ম নওয়াজ শরিফকেও সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া মরিয়মের স্বামী সাফদার আওয়ানকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাট কেনায় বৈধ আয় দেখাতে না পারায় তাদের এ সাজা দেওয়া হয়েছে।
আদালত রায় ঘোষণার পর নওয়াজ শরিফ এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
বর্তমানে নওয়াজ শরিফ ও তার মেয়ে লন্ডনে অবস্থান করছেন, যেখানে ক্যান্সারে আক্রান্ত নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজের চিকিৎসা চলছে।