জাতিসংঘের ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিশনের সদস্য নিযুক্ত হয়েছেন বাংলাদেশের সুপরিচিত আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। তিনি সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের কন্যা।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রেসিডেন্ট গতকাল বুধবার (২৫ জুলাই) এ ঘোষণা দিয়েছেন।
সারা হোসেন ছাড়াও এই কমিশনে থাকছেন যুক্তরাষ্ট্রের ডেভিড মাইকেল ক্রেন ও কেনিয়ার বেত্তি মুরুঙি। কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ডেভিড মাইকেল ক্রেন।
এই কমিশন গত মার্চ-এপ্রিলে দখলকৃত ফিলিস্তিনে বিক্ষোভ চলাকালে ইসরাইলের সামরিক আক্রমণের ফলে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে তা তদন্ত করবে।
কমিশন ২০১৯ সালের মার্চে অনুষ্ঠেয় জাতিসংঘের ৪০তম অধিবেশনে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করবে।