অবৈধভাবে আটক করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে পটিয়া থানার পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেছেন এক আইনজীবী।
আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে রিগান আচার্য নামে ওই আইনজীবী এ মামলা দায়ের করেন।
অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্য হলেন,উপ-পরিদর্শক (এসআই) খাজু মিয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুম, এএসআই মো. বশির, এসআই মো. খোরশেদ ও কনস্টেবল মো. হুমায়ুন।
জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) একেএম সিরাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
একেএম সিরাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, আদালত মামলাটি গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য আদেশ দিয়েছেন।
জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর রাতে শ্বশুর বাড়ি (পটিয়ার ধলঘাট) থেকে ফেরার পথে রিগান আচার্যকে আটক করে তার কাছে থেকে ১ লাখ টাকা দাবি করে পুলিশ সদস্যরা। ওই সময় এসআই খাজু মিয়াসহ পাঁচ পুলিশ সদস্য তার কাছে থাকা ৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় রিগান আচার্য ওই পাঁচ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করেন।