সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আগামীকাল মঙ্গলবার আপিল বিভাগে নিয়োগ পাওয়া এ তিন বিচারপতি শপথ নেবেন।
তিন বিচারপতি হচ্ছেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান।
আজ সোমবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর তাদেরকে এই নিয়োগ দেয় মন্ত্রণালয়।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সাইফুর রহমান জানান, রাষ্ট্রপতি তিনজন বিচারপতি নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার (০৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করাবেন।