পুলিশ হেফাজতে নিয়ে মারধর করাসহ ক্রসফায়ারে দেওয়ার হুমকির অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালী থানার দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক নারী।
আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) ছকিনা বেগম নামে ওই নারী চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ ইসমাইল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন, বোয়লখালী থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেন, এএসআই মনির আহম্মদ এবং পুলিশের সোর্স মোহাম্মদ রাসেল।
বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন। অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ জনান,‘আসামিরা ছকিনা বেগমকে শারীরিক নির্যাতন করার পাশাপাশি তার ছেলেকে ধরে পুলিশ হেফাজতে নিয়ে বেদড়ক মারধর করে এবং ক্রসফায়ার দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ছকিনা বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। বিচারক মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন আইনের ৫০৫ ধারার ১ ও ২ উপধারায় মামলাটি এফআইআর হিসেবে নিতে দুদকের পরিচালককে আদেশ দেন। পাশাপাশি দণ্ডবিধির ১৬৬, ৩০৭, ৩২৬ ও ৩৬৫ ধারায় মামলাটি গ্রহণের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন।