শ্রীলংকার একটি আদালত দেশটির সেনাপ্রধান রবি বিজয়গুনারত্নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
গৃহযুদ্ধের সময় সংখ্যালঘু ১১ তামিল যুবককে হত্যা এবং অপহরণের অভিযোগে সেনাপ্রধানের বিরুদ্ধে ওই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। খবর বার্তা সংস্থা ইরনার।
এর আগে দেশটির নৌবাহিনীর কয়েক কর্মকর্তার বিরুদ্ধেও ওই ১১ তামিল যুবকের হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছিল। তারা এখন জামিনে মুক্ত রয়েছেন।
শ্রীলংকার উত্তর-পূর্বাঞ্চলে ‘তামিল’ নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৩ সংখ্যালঘু তামিলরা আবেদন জানালে দেশটিতে গৃহযুদ্ধ বাধে। শ্রীলংকার সেনাবাহিনী টানা ২৬ বছর যুদ্ধ করার পর তামিল টাইগারদের পরাস্ত করার মধ্য দিয়ে ওই গৃহযুদ্ধের অবসান ঘটে।