সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেনকে গতকাল শনিবার বিকেলে রংপুর কারাগারে পাঠানো হয়েছে। এত দিন তিনি ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন।
আজ রোববার (৪ নভেম্বর) তাঁকে রংপুর আদালতে হাজির করা হবে।
রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আমজাদ হোসেন গণমাধ্যমকে বলেন, শনিবার বিকেল পাঁচটায় কড়া পুলিশি পাহারায় মইনুল হোসেনকে ঢাকা থেকে রংপুর কারাগারে আনা হয়।
এর আগে, রংপুরের বাসিন্দা মিলি মায়া বেগম ২২ অক্টোবর আদালতে মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা করেন। ওই দিনই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একইদিন ঢাকার উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশন চ্যানেলের একটি টক শোতে আলোচনার একপর্যায়ে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন মইনুল হোসেন। তাঁর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ২২টি মামলা হয়েছে। এর মধ্যে ২০টি মানহানির মামলা এবং অপর ২টি ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা।