চট্টগ্রাম শহরের হোটেল সফিনা থেকে গ্রেপ্তার হওয়া মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী ও যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী সহ ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ সোমবার (৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক খাইরুল ইসলাম এই আদেশ দেন।
এর আগে, গত ২৩ অক্টোবর রাত নয়টার দিকে নগরীর জুবলি রোড়ে অবস্থিত হোটেল সফিনা থেকে তাদের গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ। তাদের বিরুদ্ধে সরকার উৎখাতের পরিকল্পনার জন্য নাশকতার প্রস্তুতি মামলা দেয়া হয়। এছাড়া সম্প্রতি ছাত্র আন্দোলনের সময় মিরসরাই থানায় দায়েরকৃত মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মহসিন জানান, গতকাল রবিবার আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে সাত দিনের রিমান্ড আবেদর করেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই আব্দুল্লাহ। বিচারক শুনানী শেষে আজ সোমবার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মোঃ রায়হান ওয়াজেদ চৌধুরী/চট্টগ্রাম প্রতিনিধি