পহেলা নভেম্বর থেকে আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। আগামী ২২ নভেম্বর পর্যন্ত ভাইভা পরীক্ষা চলবে। মৌখিক পরিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বার কাউন্সিল কিছু নির্দেশনা দিয়েছে। বার কাউন্সিলের মৌখিক পরীক্ষাতে প্রার্থীদের সকলকে নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি অবশ্যই সঙ্গে আনতে হবে –
- পরীক্ষার প্রবেশপত্র, কেইস-ডায়েরী।
- এসএসসি/সমমান, এইচএসসি/সমমান, এলএলবি, এলএলএম পরীক্ষার মূল সনদ ও মার্কশীট।
- এলএলবি পাস কোর্স এর ক্ষেত্রে পূর্ববর্তী গ্র্যাজুয়েশনের মূল সনদ ও মার্কশীট এবং ব্যারিস্টারদের ক্ষেত্রে বার-এট-ল’ এর মূল সনদ।
- প্রবেশপত্র এবং উল্লিখিত মূল সনদ ও মার্কশীটসমূহ সঙ্গে না আনলে মৌখিক পরীক্ষার ফলাফল (যদি উত্তীর্ণ হয়) অনির্দিষ্ট কালের জন্য স্থগিত থাকবে।
- এছাড়া উল্লিখিত কাগজপত্র ব্যতীত অন্য কোন অপ্রয়োজনীয় নথি/কাগজ অহেতুক সঙ্গে আনতে নিষেধ করা হয়েছে।