দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্চ করে একটি রিট আবেদন করা হয়েছে।
খালেদা জিয়ার পক্ষে আইনজীবী নওশাদ জমির হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। একইসঙ্গে রিটে বিশেষায়িত কোনো হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশনা চাওয়া হয়েছে।
আজ সোমবার (১২ নভেম্বর) হাইকোর্টের বেঞ্চে এ রিট আবেদনের শুনানির জন্য কার্যতালিকায় থাকলেও এ বিষয়ে আগামীকাল (মঙ্গলবার) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে বলে জানা গেছে।
খালেদার অন্যতম আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, বিএসএমএমইউতে খালেদা জিয়ার চিকিৎসা শেষ না করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়, যা মৌলিক অধিকারের পরিপন্থী। এ যুক্তিতে রিট আবেদনটি করা হয়। রিটে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসাসেবা চলমান রাখার আরজি জানানো হয়েছে। রিটটি আদালতে আজ সোমবার উত্থাপন করা হয়েছে, আাগমীকাল (মঙ্গলবার) শুনানি হতে পারে।
রিটে স্বরাষ্ট্রসচিব, কারা কর্তৃপক্ষ, বিএসএমএমইউ কর্তৃপক্ষসহ ৯ জনকে বিবাদী করা হয়েছে।
বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসাসেবা দিতে নির্দেশনা চেয়ে এর আগে করা রিট আবেদনটি গত ৪ অক্টোবর নিষ্পত্তি করে কিছু নির্দেশনা ও পর্যবেক্ষণসহ আদেশ দেন হাইকোর্ট। ওই আদেশের পর চিকিৎসার জন্য ৬ অক্টোবর তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়। এরপর থেকে তিনি ওখানে চিকিৎসাধীন ছিলেন। প্রায় এক মাস চিকিৎসার পর গত ৮ নভেম্বর বিএসএমএমইউ থেকে তাকে আবারও নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।