সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চারজন সহকারী রেজিস্ট্রার নিয়োগ করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচার বিভাগীয় চার কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট প্রশাসনে প্রেষণে নিয়োগ করেছেন।
সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে হাইকোর্টের রেজিস্ট্রার মোঃ গোলাম রব্বানী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নবনিযুক্ত চারজন সহকারী রেজিস্ট্রার হলেন- কুমিল্লা ও ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আরাফাত উদ্দিন এবং মোঃ সুলতান সোহাগ উদ্দিন। মুন্সিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হায়দার আলী এবং নরসিংদীর সহকারী জজ মোঃ ওমর হায়দার।