বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সুপারিশক্রমে ও সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ১৪৩ জন সহকারী জজকে নিয়োগ ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতির নির্দেশে সোমবার (১৯ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ ও পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নিয়োগপত্র অনুযায়ী যোগদানের পর হতে তিনি দুই বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে থাকবেন।’
এসব সহকারী জজ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) ১১তম ব্যাচের সদস্য। এই ব্যাচের নিয়োগের জন্য ২০১৭ সালের ১ মার্চ বিজেএসসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণদের নিয়োগের জন্য গত ১৬ মে কমিশন সুপারিশ করে। এরপর যাচাই-বাছাই শেষে সোমবার তাদের নিয়োগ ও পদায়নের প্রজ্ঞাপন জারি করে সরকার।
নিয়োগপ্রাপ্ত ১৪৩ জন সহকারী জজের তালিকা দেখতে লিংকে ক্লিক করুন