বাংলাদেশ বার কাউন্সিল অফিসের ঠিকানা পরিবর্তন করা হচ্ছে। আগামী ৫ ডিসেম্বর তারিখের মধ্যে বার কাউন্সিল অফিস বর্তমান ঠিকানা থেকে পরিবর্তিত ঠিকানায় স্থানান্তরিত হবে এবং আগামী ৬ ডিসেম্বর থেকে নতুন ঠিকানায় (অস্থায়ী) বার কাউন্সিল অফিসের কার্যক্রম যথারীতি চলবে।
আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে সংস্থার ভারপ্রাপ্ত সচিব মোঃ আফজাল-উর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান ভবনের জায়গায় সরকারি অর্থায়নে নতুন ১৫তলা ভবন নির্মানের কার্যক্রম শুরু হয়েছে। ফলে বার কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী ইউনিক হাইটস, লেভেল-৪ ও লেভেল-৮, ১১৭ কাজি নজরুল ইসলাম এভিনিউ, এবং রূপায়ন ট্রেড সেন্টার লেভেল-৫, ১১৪, কাজি নজরুল ইসলাম এভিনিউ, বাংলা মোটর ঢাকা, বার কাউন্সিলের অস্থায়ী অফিসের জন্য স্পেস ভাড়া নেওয়া হয়েছে। আগামী ৫ ডিসেম্বর তারিখের মধ্যে বার কাউন্সিল অফিস বর্তমান ঠিকানা থেকে পরিবর্তিত ঠিকানায় স্থানান্তরিত হবে। একইসঙ্গে আগামী ৬ ডিসেম্বর থেকে নতুন ঠিকানায় (অস্থায়ী) বার কাউন্সিল অফিসের কার্যক্রম যথারীতি চলবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এবং বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন।