আন্তর্জাতিক অপরাধ আদালতের ১৭তম অধিবেশনে যোগ দিচ্ছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। আগামী ৫ ডিসেম্বর নেদারল্যান্ডসের হেগে এ সভা শুরু হবে।
আন্তর্জাতিক পর্যায়ে একজন সক্রিয় মানবাধিকার আইনজীবী হিসেবে তিনি এ সভায় যোগ দিতে গতকাল বুধবার (২৮ নভেম্বর) হেগের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বিভিন্ন দেশের মন্ত্রী, রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক আইনজীবী সংগঠনের নেতারা এ অধিবেশনে যোগ দিচ্ছেন। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এ সভার আগে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পর্তুগালের লিসবন বিশ্ববিদ্যালয়ে বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী সমিতির সম্পাদকমণ্ডলীর সভায় যোগ দেবেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের সভা শেষে হাসান তারিক জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি ব্রিটেন ও ফ্রান্সের বিশিষ্ট আইনজীবী এবং রাজনীতিবিদদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী সমস্যা, দক্ষিণ এশিয়ার মানবাধিকার পরিস্থিতি আলোচিত হবে।
হাসান তারিক চৌধুরী বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদের অন্যতম সম্পাদক। এছাড়াও তিনি বাংলাদেশ আফ্রো এশীয় গণসংহতি পরিষদের কার্যকরী সাধারণ সম্পাদক।