কক্সবাজারের জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ বলেছেন, বিনামূল্যে সরকারী আইনী সহায়তা কার্যক্রমের সার্বিক সাফল্য এবং এর সুফল গরীব, দুস্থ ও অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
কক্সবাজার জেলা জজ আদালতের সম্মলেন কক্ষে বুধবার (২৮ নভেম্বর ) কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিস আয়োজিত “উন্নয়নের অগ্রযাত্রায় সরকারী আইনী সেবার সাফল্য-প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা” বিষয়ক এক কর্মশালায় সভাপতি’র বক্তব্যে কক্সবাজারের জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ এ কথা বলেন।
গণমাধ্যম নিঃসন্দেহে মেধা, মননের বিকাশ ও মানুষের ইতিবাচক ধারণাকে উদ্বেলিত করে বলে উল্লেখ করে জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ ইতিপূর্বে লিগ্যাল এইড দিবসসহ আদালতের বিভিন্ন কার্যক্রম গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ করায় কক্সবাজারের সাংবাদিকদের ধন্যবাদ জানান।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর সঞ্চালনায় কর্মশালায় ‘সরকারী আইনী সেবার সাফল্যের’ উপর স্বাগত বক্তৃতা করেন জেলা লিগ্যাল এইড অফিসার শ্রীমতী মৈত্রী ভট্টাচার্য্য।
কর্মশালায় আরো বক্তৃতা করেন-কক্সবাজারের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলহাজ্ব তৌফিক আজিজ, সিভিল সার্জন ডাঃ আবদুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, জেলা তথ্য অফিসার শরিফুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, ডিসি অফিসের সহকারী কমিশনার খোরশেদ আলম চৌধুরী, জেল সুপার বজলুর রশিদ আখন্দ, প্যানেল আইনজীবী এডভোকেট আবদুশ শুক্কুর, এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান, এনজিও এক্সপাওরুলের পরিচালক ইন্ঞ্জিনিয়ার কানন পাল প্রমুখ।
কর্মশালায় আরো অংশ নেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, সিনিয়র সহকারী জজ আলাউল আকবর, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, সমাজসেবা অফিসের উপ পরিচালক প্রীতম চৌধুরী, ডাঃ মহিউদ্দিন আলমগীর, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশিদ, এডভোকেট ইয়াসমিন শওকত জাহান রোজী, এডভোকেট আবদুর রহিম, সাংবাদিক দীপক শর্মা দীপু, ইমাম খাইর, গোলাম আজম, আরটিভি প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, আমানুল হক বাবুল, আহসান সুমন, বিভিন্ন এনজিও এর প্রতিনিধি, বিচারক, আইনজীবী। কর্মশালাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, লিগাল এইড অফিসের প্রধান সহকারী খোকন মাহমুদ ও অফিস সহকারী শফিক সরকার।
কর্মশালায় সরকারী আইনী সহায়তার সাফল্যের উপর প্রামাণ্যচিত্র ও বিশেষ নাটিকা প্রদর্শিত হয়।
কক্সবাজার থেকে মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী