পরিবারের সব সদস্যকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গতকাল রোববার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হাবিবুল্লাহ্ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের কেন্দ্রে তিনি ভোট দেন। কেন্দ্রটি ঢাকা-৮ আসনের অন্তর্গত।
এসময় সঙ্গে ছিলেন তার স্ত্রী আমিনা খালেক, দুই মেয়ে সৈয়দা আদিবা হোসেন ও সৈয়দা নাজিবা হোসেন।
ভোট দেওয়া শেষে প্রধান বিচারপতি কেন্দ্রটির ঘুরে দেখেন।
এসময় তার সঙ্গে আরও ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেন।
রোববার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই প্রধান বিচারপতির উপস্থিতির জন্য কেন্দ্রটির নিরাপত্তা জোরদার করা হয়। পরে প্রধান বিচারপতি ভোট দিয়ে ফিরে গেলে কেন্দ্রটি পর্যবেক্ষণ করেন ঢাকা-৮ আসনের নৌকার প্রার্থী রাশেদ খান মেনন। এরপর র্যাবের ডিজি বেনজীর আহমেদ এই কেন্দ্রে এসে ভোটার ও পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলেন। তিনি কেন্দ্রটি ঘুরে দেখেন।