একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নব গঠিত মন্ত্রিসভায় স্থান পাওয়া সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার (১৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক, গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সংবর্ধিত হন।
অনুষ্ঠানে বক্তারা আইন অঙ্গন থেকে পাঁচজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। আসন্ন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনসহ অন্যান্য আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর ‘ঋণ পরিশোধের’ আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত মন্ত্রীরা তাঁদের বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিঞ্চুতা দেখানোর অঙ্গীকার করেন। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত হবে জানিয়ে তাঁরা বলেন, সংসদে সরকারি দল থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বিরোধী দলও হবে মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা ধারণকারী। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও চেতনা ধারণকারী কারোরই সংসদে জায়গা হবে না।
আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সাংসদ ফজলে নূর তাপস। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইনজীবী সাহারা খাতুন, আবদুল বাসেত মজুমদার, এ এফ এম মেজবাহ উদ্দিন প্রমুখ।