সরকার নাগরিক সেবায় বেশ কিছু জরুরি নাম্বার চালু রেখেছে। এরমধ্যে বিশেষ কিছু সেবা নাগরিক পাবেন বিনামূল্যে। একজন সচেতন নাগরিক হিসেবে যে নাম্বারগুলো আপনার জানা জরুরি –
৯৯৯ – বাংলাদেশের জরুরি কল সেন্টার। এখানে বিনামূল্যে ফোন করে আপনি জরুরি মুহুর্তে পুলিশ,ফায়ার সার্ভিস ও এম্বুলেন্স এর সাহায্য নিতে পারবেন। এছাড়া যে কোন অপরাধের তথ্যও পুলিশকে জানাতে পারবেন।
১০৬ – দুর্নীতি দমন কমিশনের কল সেন্টার। যে কোন দুর্নীতি চোখে পড়লে বিনামূল্যে কল করে জানিয়ে দিন।
১৬৪৩০ – সরকারি আইনি সহায়তা কল সেন্টার। আইনগত যে কোন পরামর্শ বা সাহায্য পেতে বিনামূল্যে কল করুন।
১৬১২৩ – কৃষি বিষয়ক যে কোন পরামর্শ পেতে বিনামূল্যে কল করুন। কৃষি, মৎস, প্রানীসম্পদ বিষয়ক যে কোন পরামর্শ বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারবেন।
১০৯ – নারী নির্যাতন বা বাল্যবিয়ে হতে দেখলেই বিনামূল্যে কল করুন এই নাম্বারে।
১০৯৮ – শিশু সহায়তামুলক কল সেন্টার। চারপাশে শিশুদের যে কোন সমস্যা হলে বিনামূল্যে কল করে সেবা নিতে পারেন এই নাম্বার থেকে।
৩৩৩ – জাতীয় তথ্যবাতায়ন কল সেন্টার। বাংলেদেশের যে কোন তথ্য জানতে ও সরকারি কর্মকর্তাদেরর সাথে কথা বলতে কল করুন এই নাম্বারে। (চার্জ প্রযোজ্য)
১৬২৬৩ – বাংলাদেশ সরকারের সাস্থ্য কল সেন্টার। যে কোন সমস্যায় ২৪ ঘন্টায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। (চার্জ প্রযোজ্য)
১৬১০৮ – মানবাধিকার সহায়ক কল সেন্টার। মানবাধিকার বিঘ্নিত হলে কল করুন এই নাম্বারে। (চার্জ প্রযোজ্য)
১৬২৫৬ – আপনার ইউনিয়নের সকল তথ্য জানততে কল করুন ইউনিয়ন সহায়তামুলক কল সেন্টারে। (চার্জ প্রযোজ্য)
১৩১ – বাংলাদেশ রেলওয়ে কল সেন্টার। ট্রেন ও এর টিকিট সম্পর্কে জানতে কল করুন। (চার্জ প্রযোজ্য)
১০৫ – জাতীয় পরিচয়পত তথ্য কল সেন্টার। (চার্জ প্রযোজ্য)
১০০ – বিটিআরসি কল সেন্টার।
১৬৪২০ – বিটিসিএল কল সেন্টার।
প্রয়োজনে কাজে লাগাতে নিজে জানুন, অপরকে জানান।