আইনজীবীরাদের জাতির বিবেক উল্লেখ করে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না বলেছেন, পৃথিবীর ইতিহাসে আইনজীবীরাই নেতৃত্ব দিয়েছেন সব খানেই। যে কোনো অন্যায় অবিচারে আইনজীবীরাই প্রতিবাদী কণ্ঠস্বর। লড়াই করেন রুল অফ ল নিশ্চিত করতে।
চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে “Seminar on the Rules and Orders of Bar Council and Legal Decisions, Rules and Professional Ethics” শীর্ষক সেমিনার গত ১ ফেব্রুয়ারি তিনি এ সব কথা বলেন। চিটাগাং লইয়ার’স এন্ড ল স্টুডেন্ট’স সোসাইটি কেন্দ্রীয় কমিটির সার্বিক তত্ত্বাবধানে সি.এল.এল.এস.এস প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় শাখা কমিটির উদ্যোগে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অ্যাডভোকেট জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের স্বনামধন্য আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান পান্না। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর কাজী ছেনোয়ার আহমেদ লাভলু। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পলটন দাশ।
প্রধান বক্তা অ্যাডভোকেট কাজী ছেনোয়ার আহমেদ লাভলু বলেন, আইন সবাইকে সম অধিকার দিয়েছে। আইনজীবীরা সেই সম অধিকার বজায় রাখতে কাজ করেন।
বিশেষ অতিথি অ্যাডভোকেট পলটন দাশ বলেন, আইনজীবীরা কি করবেন কি করবেন না তার বিধি বিধানই আলোচ্য বিষয় এই সেমিনারে। তবে এই বিধি বিধানের বাইরেও রাষ্ট্র ও সমাজ পরিচালনায়, ন্যায় বিচার, সাম্য মৈত্রী রক্ষায় ছাত্র ও আইনজীবীদের ভূমিকা অপরিসীম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রাশেদ পারভেজ, অ্যাডভোকেট বিপ্লব আচার্য্য, হোসাইন, অনিক হাওলাদার, আবুল হাসনাত, সৈয়দ নাদিমুল আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট ইমতিয়াজ, তারেক আজিজ, মেসবাহ উদ্দিন মাছুম, সাইফুল আলম সানজিদ, মুহায়মিন চৌধুরী, নাবিল হাসান, তারেক হোসাইন, তানভীর চৌধুরী, এ.এস.এম রেজোয়ান, ওমান শিকদার, চন্দন দে, শুভ্র সেন প্রমুখ। – সংবাদ বিজ্ঞপ্তি