সারা দেশের মহাসড়কে চলা ৩৩ শতাংশ যানবাহনের ফিটনেস নেই বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এছাড়া ৫৬ শতাংশ বাসের গতি নিয়ন্ত্রক সার্টিফিকেট নেই বলেও জানানো হয় ওই প্রতিবেদনে।
প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন আজ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো.আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চে ১৫০ পৃষ্ঠার এ প্রতিবেদন দাখিল করা হয়।
রিটকারী আইনজীবী মো. তানভীর আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে হাইকোর্টের এক নির্দেশের পর এ প্রতিবেদন দাখিল করলো বিআরটিএ। এর আগে হাইকোর্টে এ বিষয়ে রিট করেন আইনজীবী তানভীর আহমদ।