আদালত ভর্তি লোকের সামনে বিচারক যদি ঘুমিয়ে যান, একবারও এমন দৃশ্য কল্পনা করেছেন? আশ্চর্যজনক হলেও এ ধরনের ঘটনা ঘটেছে লন্ডনের একটি আদালতে। এ নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে আদালত চত্বরে।
জানা গেছে, ঘুমিয়ে পড়া ওই নারী বিচারকের নাম জাস্টিস পার্কার। তিনি লন্ডনের হাইকোর্টে ফ্যামিলি ডিভিশনে রুজু হওয়া মামলার বিচার করেন। ঘুমিয়ে পড়ার জন্য আদালতে উপস্থিত আইনজীবীরা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পার্কারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দ্য জুডিশিয়াল কনডাক্ট ইনভেস্টিগেশন অফিস।
তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুনানিকালে বিচারকের ঘুমিয়ে পড়ার ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। এ জন্য বিচারক পার্কারকে প্রাথমিক পরামর্শ দেওয়া হয়েছে। এমন একটি ঘটনা আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে বলে অন্য বিচারপতিরা শঙ্কা প্রকাশ করেছেন। পার্কার অবশ্য অনভিপ্রেত এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।