সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিদায়ী কমিটির সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন তার নেতৃত্বাধীন কমিটির বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে বক্তব্য রাখছিলেন। বক্তৃতার একপর্যায়ে দুর্নীতি মামলার দণ্ড নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তিনি। এ সময় সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আওয়ামীপন্থী আইনজীবীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতা শুরুর পর বক্তব্যের শেষ পর্যায়ে জয়নুল আবেদীন কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবি প্রসঙ্গ আনলে মঞ্চে থাকা বিদায়ী কমিটির সহ-সম্পাদক আওয়ামীপন্থী আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক রাজু ও সদস্য শাহানা পারভীনও মঞ্চ ত্যাগ করেন।
আব্দুর রাজ্জাক বলেন, খালেদা জিয়ার মুক্তির লিখিত অংশের সঙ্গে তারা একমত নন। এজন্য সংবাদ সম্মেলন ত্যাগ করতে চান। এ কথা বলেই মঞ্চ ত্যাগ করেন তারা।
এ সময় জয়নুল আবেদীন তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা মঞ্চে বসুন। আমি তো বলে দিচ্ছি, আপনারা আমার এ দাবির সঙ্গে একমত নন।
বিদায়ী বার সভাপতি জয়নুল আবেদীনের লিখিত বক্তব্য আইনজীবী ও সাংবাদিকদের সরবরাহ করেন বারের কর্মচারীরা। সেই বক্তব্যের শেষাংশে বেগম জিয়ার মুক্তির দাবি জানানো হয়।
আইনজীবী সমিতির সভাপতির বক্তব্য শেষে তারা আবার সংবাদ সম্মেলনে যোগ দেন। এরপর খালেদা জিয়ার মুক্তির আইনি প্রক্রিয়া নিয়ে জয়নুল আবেদীনের কাছে জানতে চাওয়া হলে আবারও সংবাদ সম্মেলন ত্যাগ করেন আওয়ামীপন্থী সমিতির নেতারা।