গ্রীন লাইনের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার মামলা পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ আবেদন করা হয়েছে। মালিক সমিতির পক্ষে করা এই মামলাটি লড়তে রাজি হননি জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু।
এ বিষয়ে আবদুল মতিন খসরু বলেন, ‘রাসেল সরকারকে বাস চাপা দিয়ে পা বিচ্ছিনের ঘটনাটি বেদনাদায়। মানসিকভাবে আমি ভিকটিমের পক্ষে। বিবেকের তাড়নায় আমি ক্ষতিপূরণের বিপক্ষে করা আবদেনে দাঁড়াতে পারি না। আমাকে মামলা লড়ার জন্য গ্রীন লাইন ফিস দিয়েছিল। সেটা ফেরত দিয়েছি।’
উল্লেখ্য, গত ১২ মার্চ রাজধানীর যাত্রাবাড়িতে গ্রীন লাইন বাসের ধাক্কায় পা হারান রাসেল সরকার। পরে দুই সপ্তাহের মধ্যে গ্রীণ লাইন কর্তৃপক্ষকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে রাসেলের হারানো পায়ের জায়গায় একটি অত্যাধুনিক কৃত্রিম পা লাগিয়ে দিতে গ্রীন লাইন পরিবহনকে নির্দেশ দেওয়া হয়।