বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী অন্তর্ভুক্তির মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। মৌখিক পরিক্ষায় ১৩৯৪ জন উত্তীর্ণ হয়েছেন।
আজ সোমবার (১৫ এপ্রিল) আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও দেশের আইন পেশার সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।
এর আগে, চলতি বছরের ৩ মার্চ থেকে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে মৌখিক পরীক্ষা শুরু হয়। যা ধাপে ধাপে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়। যে সকল আইনজীবী গত ২৩ ডিসেম্বর, ২০১৭ সালে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের মৌখিক পরীক্ষায় মোট ২১৩০ জন অ্যাডভোকেট অংশগ্রহণ করেন।