বান্দরবানের লামায় আবাদ করা অবস্থায় ৫৫৩টি গাঁজাগাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার লামা সদর ইউনিয়নের রোয়াজা ঝিরি শনিবার (২০ এপ্রিল) এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার নারীর নাম খুরশিদা বেগম (৩০)। তিনি রোয়াজা ঝিরি এলাকার ইয়াহিয়া মিন্টুর স্ত্রী। এ ঘটনায় ইয়াহিয়া পলাতক আছেন।
থানা সূত্রে জানা গেছে, জব্দ হওয়া গাঁজাগাছের ওজন ৮৫ কেজি। এসব গাছ ২০ শতক জমিতে আবাদ করা হয়েছিল।
গ্রেপ্তার খুরশিদা বেগম গণমাধ্যমকে বলেন, তাঁর স্বামী গাঁজা খাওয়ার সময় পুঁটলিতে একটি গাঁজার বীজ পান। পরে বীজটি গত বর্ষায় বাড়ির পাশে রোপণ করা হয়। যা সপ্তাহের ব্যবধানে চারাতে রূপান্তরিত হয়।
খুরশিদা বেগম জানান, ওই গাঁজার চারাটি পরিপূর্ণ গাছে রূপান্তরিত হলে তাঁর স্বামীর পরামর্শে সেখান থেকে বীজ সংগ্রহ করেন। এরপর তাঁরা সবজি চাষের পাশাপাশি বিশ শতক জমিতে গাঁজা চাষ শুরু করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল হক গণমাধ্যমক বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে খুরশিদা বেগম ও তাঁর স্বামী ইয়াহিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেছে।