একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর কথা ছিল আজ বুধবার (২৪ এপ্রিল) বিকাল ৫টায়। তবে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, অধিবেশন ৫টার পরিবর্তে সন্ধ্যা পৌনে ৭টায় বসবে। অধিবেশনের সময়সূচি পরিবর্তনের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এছাড়া বিকাল ৪টায় অনুষ্ঠেয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক আজ বুধবারের পরিবর্তে আগামীকাল বৃহস্পতিবার একই সময় অনুষ্ঠিত হবে। ৩ এপ্রিল এই অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
জানা গেছে, শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত সিনিয়র সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ানের জানাজা ও দাফনের কারণে অধিবেশনের সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।