ঢাকা জেলা জজ আদালতের সিলিং থেকে প্লাস্টার খসে পরেছে। এ দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও এ ভবনে বিচারিক কাজ চলমান রাখা ঝুঁকিপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পুরান ঢাকার রেবতী ম্যানশনে অবস্থিত ঢাকা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর এজলাস কক্ষে এ ঘটনা ঘটে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট অমিত দাশ গুপ্ত ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই আইনজীবী বলেন, ওই আদালতে একটি মামলার শুনানি ছিল আজ। আনুমানিক বিকেল ৩টায় শুনানি করতে গিয়ে এজলাস কক্ষে দেখি সিলিং থেকে প্লাস্টার খসে পরেছে।
অ্যাডভোকেট অমিত দাশ গুপ্ত বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আসন্ন দুর্ঘটনা থেকে রেহাই পেতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এ ভবনে বিচারিক কাজ চলমান রাখা ঝুঁকিপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।