এক ভুয়া বিচারপতিকে গ্রেফতার করেছে নওগাঁর ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মো. আনোয়ার হোসেন দিনাজপুরের খানসামা উপজেলার টাংগুয়া ধনেশপাড়া গ্রামের মো. আব্দুর রশিদের পুত্র।
নওগাঁ জেলা ডিবি অফিসে শুক্রবার (২৬ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ইকবাল হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, আনোয়ার হোসেন একজন রিকশাচালক। সে নিজেকে হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেন পরিচয় দিয়ে নওগাঁ জেলার পোরশা উপজেলার জি আর মামলা নং ১১০/১৭-এর এজাহারভুক্ত একজন আসামি মৃত আলহাজ্ব আব্দুল ওহাব শাহ চৌধুরীর পুত্র তৌফিক রহমান শাহ’কে মুক্তি দিতে নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম’কে মোবাইল ফোনে চাপ দিতে থাকে। দীর্ঘ পাঁচ মাস ধরে সে এ কাজ অব্যাহত রাখে।
এক পর্যায়ে বিচারকদের মধ্যে সংশয় তৈরি হলে তারা বিষয়টি নওগাঁর পুলিশ সুপারকে অবহিত করেন। পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান মোবাইল ট্র্যাকিং করে জানতে পারেন এই মোবাইল নম্বরটি দিনাজপুর জেলার খানসামা উপজেলার টাংগুয়া ধনেশপাড়া গ্রামের জনৈক আনোয়ার হোসেনের। কোন বিচারপতির নয়। বিচারপতির ভুয়া পরিচয় নিশ্চিত হয়ে নওগাঁর ডিবি পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, তৌফিক রহমান শাহ ২০১৭ সালের ৭ অক্টোবর নওগাঁ জেলার পোরশা উপজেলায় সংঘটিত আতিবর রহমান হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি।