১০ বোতল ফেন্সিডিলসহ রিয়াজ উদ্দিন মিলন নামে এক আইনজীবীকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।
বরিশাল জেলা আইনজীবী সমিতির ভবনে পাশে একটি চেম্বার থেকে শুক্রবার (১০ মে) রাত সাড়ে আটটার দিকে তাকে আটক করা হয়। কক্ষটির সামনে একজন মহিলা আইনজীবীর নাম লেখা থাকলেও কক্ষটি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন মিলন ব্যবহার করে আসছিলেন।
ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা জজ কোর্টের অভ্যন্তরে আইনজীবী সমিতির ভবনের পাশে রিয়াজ উদ্দিন মিলনের চেম্বারে তল্লাশি চালানো হয়। এ সময় ১০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেহান জানান, ফেন্সিডিল ক্রয়-বিক্রিতে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন আইনজীবী রিয়াজ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাজী মনিরুল হাসান জানান, ডিবি পুলিশের একটি দল আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বার থেকে ফেনসিডিল উদ্ধার করেছে। সবার সাথে আলোচনা করে বারের নিয়ম ও আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।