প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, রমজান হলো সিয়াম সাধনার মাস। এ মাসে যে সংযম নিজের মধ্যে ধারণ করবো, সে সংযম আমরা যেন সারা বছর নিজেদের মধ্যে ধরে রাখতে পারি, আমরা যেন প্রকৃত মুসলমান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের মিলনায়তনে সোমবার (২০ মে) ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।
সমিতির সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী দীপু মনি, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, চাদপুর আইনজীবী সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম ফয়েজ, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাজমুল হক, সমিতির ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কে এম জাহিদ সারওয়ার কাজল প্রমুখ।