ব্রাজিলের উত্তরাঞ্চলে একটি কারাগারে কয়েদিদের মধ্যে দাঙ্গায় ১৫ জন নিহত হওয়ার পরদিন আরও তিনটি কারাগারে অন্তত ৪০ কয়েদিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আমাজোনাস রাজ্যের রাজধানী মানাউসে ঘটা এসব ঘটনায় মৃতরা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে। চারটি পৃথক কারাগারে নিয়মিত পরিদর্শন চলাকালে কর্মীরা এদের দেখতে পান বলে জানিয়েছেন তারা।
‘বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে’ কারাগারগুলোতে টাস্ক ফোর্স পাঠানো হয়েছে বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিবিসি।
ব্রাজিলের গ্লোবো নিউজ ওয়েবসাইট জানিয়েছে, সোমবারের এসব ঘটনায় আরও কয়েকজন কয়েদি জখম হয়েছেন।
মৃতদের অধিকাংশকে মানাউসের নিকটবর্তী আন্তোনিও ত্রিনদাজি ইনস্টিটিউট কারাগারে পাওয়া গেছে। পাশাপাশি আমাজোনাস রাজ্যের পুরাকুয়েকুয়ারা ও প্রভিশনাল ডিটেনশন সেন্টার কারাগার দুটিতেও কয়েকজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
পরিস্থিতিকে ‘সঙ্কট’ বলে বর্ণনা করেছেন স্থানীয় গভর্নর উয়িসন লিমা।
তিনি জানান, রোববার শুরু হওয়া তদন্তের আওতা বৃদ্ধি করে শেষ ঘটনাগুলোও তাতে অন্তর্ভুক্ত করা হবে।
রোববার একই অঞ্চলের আনিজিও জোবিম পেনিতেনসারি কমপ্লেক্স কারাগারে ভিজিটিং আওয়ারের সময় শুরু হওয়া দাঙ্গায় ১৫ জন নিহত হয়।
এর আগে ২০১৭ সালে ব্রাজিলের এই কারাগারটিতে এক বিদ্রোহের ঘটনায় ৫৬ জন নিহত হয়েছিল। সূত্র : বিডিনিউজ