চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে সন্ত্রাসী অমিত মুহুরীকে খুনের ঘটনায় মামলা দায়ের করেছে কারাগার কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (৩০ মে) সকালে জেলার নাসির আহমেদ বাদি হয়ে কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন। মামলায় রিপন নাথকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে বলেন, অমিত মুহুরী নিহত হওয়ার ঘটনায় জেলার নাসির আহমেদ বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এতে রিপন নাথকে আসামি করা হয়েছে।
এর আগে বুধবার (২৯ মে) রাতে কারাগারের ভেতর ৩২ নম্বর সেলে রিপন নাথের ইটের আঘাতে গুরুতর আহত হন অমিত মুহুরী। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
উল্লেখ্য, নিহত অমিত মুহুরি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে জোড়া খুনসহ ১৫টি মামলা আছে। ২০১৭ সালের ২ সেপ্টেম্বর গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন।