সোমবার এক আইনজীবী সুপ্রিম কোর্টের আইনজীবীদের প্রধান ক্যান্টিনের খাবারে বড় পিন পেয়েছেন; এই ঘটনার দুইদিন পরেই আজ অলিম্পিয়া নামে আরেক রেস্টুরেন্টের ফ্রিজে রক্ষিত প্রায় ২০ কেজি মুরগীর পচা মাংসের সন্ধান পেয়েছেন আইনজীবীরা। আইনজীবী সমিতির ভবনের ছাদে অবস্থিত এই রেস্টুরেন্টটিতে চাইনিজ খাবার বিক্রি করা হয়।
জানা যায়, এক আইনজীবী খাবারে তেলাপোকা পেয়েছেন এমন অভিযোগ পেয়ে আইনজীবী সমিতির ক্যান্টিন উপ কমিটি ঘটনা তদন্তের এক পর্যায়ে রেস্টুরেন্টের ফ্রিজে এক প্যাকেট দুর্গন্ধযুক্ত মুরগীর পচা মাংস খুঁজে পান।
এমন সংবাদে সাধারণ আইনজীবীরা বেশ ক্ষুব্ধ হয়ে উঠেন। পরবর্তীতে সমিতির নেতৃবৃন্দ রেস্টুরেন্ট বন্ধ করে দেন এবং পচা মাংস রাখার অপরাধে অলিম্পিয়া রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা করেন বলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সিনিয়র সহ সম্পাদক ব্যারিস্টার কাজি শামসুল হাসান শুভ এবং সদস্য অ্যাডভোকেট শামিম সরদার ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করেছেন।