২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কর আইনজীবীদের নিবন্ধনের ক্ষেত্রে কোনো একটি ট্যাকসেস বারের সদস্য হওয়ার বাধ্যবাধকতা সংক্রান্ত বিধান বিলুপ্তির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) ও ঢাকা ট্যাকসেস্ বার অ্যাসোসিয়েশন।
রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ের সামনে মঙ্গলবার (১৮ জুন) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের সেকশন-১৭৪ এর সাব সেকশন-২ এর ক্লজে (এফ) ওই বিধান থাকলেও হঠাৎ করে বাজেটে তা বাতিলের প্রস্তাব করা হয়েছে। এই কালো আইনটি বাস্তবায়ন হলে সরকারের রাজস্ব আহরণ বাধাগ্রস্ত হবে। তাই কালো আইনটি বাতিল করতে হবে।
মানববন্ধনে অংশ নিয়েছেন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) সভাপতি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, মহাসচিব অ্যাডভোকেট খোরশেদ আলম, ঢাকা ট্যাকসেস্ বার অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ, আওয়ামী কর আইনজীবী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ ইকবাল মোস্তফা, ঢাকা ট্যাকসেস্ বার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, লাইব্রেরি সম্পাদক মশিউর রহমানসহ বারের জ্যেষ্ঠ নেতারা ও আইনজীবীরা।