জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে পাস করা শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত আইনজীবীদের নিয়ে নতুন সংগঠনের যাত্রা শুরু হয়েছে। রোববার সুপ্রিম কোর্টস্থ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কনফারেন্স কক্ষে এক সভায় ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন’ নামে এ সংগঠনের প্রথম কমিটি গঠন করা হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির আহমেদ সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে কমিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক মাতুব্বরকে সভাপতি ও ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জমির উদ্দিন বাবুল, সহ-সভাপতি-এমদাদুল হক পনির, আয়েশা ফ্লোরা, মো. আজম খান ও আব্দুল মোমিন; যুগ্ম সাধারণ সম্পাদক-আব্দুস সালিক, ফাহাদ হাসন ও নাজনীন সুখী; কোষাধ্যক্ষ শাকিল উদ্দিন প্রিন্স, সাংগঠনিক সম্পাদক তৌফিক শাহরিয়ার খান, দফতর সম্পাদক খাদেমুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সোহেল শাহরিয়ার এবং প্রচার সম্পাদক মোসাদ্দেক বশীর।
এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- আহসান হাবিব, রেহেনা পারভীন ও ফারজানা শারমিন সাথী।