২০১০ সাল পর্যন্ত হাইকোর্টে বিচারাধীন ফৌজদারি রিভিশন এবং বাতিল আবেদনের ৫৬১(ক) ধারায় স্থগিত থাকা মামলার তালিকা করতে রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিন সপ্তাহের মধ্যে এ তালিকা করে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে তা প্রধান বিচারপতির কাছে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।
২৮ বছর ধরে স্থগিত থাকা সগিরা মোর্শেদ হত্যা মামলার শুনানিতে আজ বুধবার (২৬ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এমন আদেশ দেন।
আদালত বলেছে, ফৌজদারি রিভিশন মামলা ও ফৌজদারি কার্যবিধির ৫৬১(ক) ধারায় যেসব মামলা স্থগিত রয়েছে তিন সপ্তাহের মধ্যে তার তালিকা করতে হবে। ওইসব পুরনো মামলা প্রধান বিচারপতি যদি নিষ্পত্তির জন্য আমাদের বেঞ্চে পাঠান তাহলে নিষ্পতি করতে চাই।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোতাহার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।